BRAKING NEWS

জলে ডুবে মৃত দুই নাবালিকের পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর।। বিশালগড়ে জলে ডুবে মৃত দুই শিশুর পরিবারকে আর্থিক সাহায্য প্রদানে এগিয়ে এলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। মঙ্গলবার মুখ্যমন্ত্রী তাদের বাড়ির ঘরে গিয়ে পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য গত ৬ সেপ্টেম্বর পুকুরের জলে ডুবে মর্মান্তিকভাবে মৃত্যু হয় ২ নাবালক ছেলের। মৃত দুই নাবালকের নাম সৈকত দেবনাথ ও দিবাকর দেবনাথ। তারা সম্পর্কে দুজন আপন মামাতো ও পিসতুতো ভাই ছিল। দুজনের বয়স যথাক্রমে ১৫ ও ১৪। মঙ্গলবার বিকাল তিনটায় রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা মৃত দুই নাবালকের বাড়িতে আসেন। তাদের দুই পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলেন সমবেদনা জানান এবং দুই পরিবারকে ৩ লক্ষ ৯০ হাজার করে আর্থিক সাহায্য দান করেন। মুখ্যমন্ত্রী বলেন অত্যন্ত মর্মান্তিক ঘটনা এটি। এই মুহূর্তে পরিবার-পরিজনদের সমবেদনা জানান এবং সামান্য পরিমাণ আর্থিক সহযোগিতা করার চেষ্টা করবেন বলে জানান। প্রসঙ্গত উল্লেখ্য, বিশালগড় থানাধীন বালকবাবা আশ্রমে একটি পুকুর রয়েছে। গত ৬ তারিখ বাড়ির পুজোর বিসর্জন শেষে ওই দুই নাবালক আশ্রমের পুকুরে স্নান করতে যায়। সেখানেই মর্মান্তিকভাবে দুজনের মৃত্যু হয়। তড়িঘড়ি তাদেরকে বিশালগড় মহকুমা হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন। সেদিন খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এবং বিশালগড় মহকুমা হাসপাতালে ছুটে যান বিশালগড়ের স্থানীয় বিধায়ক সুশান্ত দেব।  দুই পরিবারের বাড়িতে মুখ্যমন্ত্রীর সঙ্গে স্থানীয় বিধায়ক সুশান্ত দেবও ছিলেন মঙ্গলবার। দুঃসময়ে রাজ্যের অভিভাবককে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন মৃতের পরিবার পরিজনেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *