ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ সেপ্টেম্বর।। অনবদ্য উদ্যোগ নিলেন রাজ্যের সিনিয়র রেফারি শিবযোতি চক্রবর্তী ।প্রয়াত ওনার মাতা সুবর্ণলতা চক্রবর্তীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাঠে উপস্থিত এদিন সকল রেফারি, ক্রীড়া সাংবাদিক, ফুটবলার, আরক্ষা কর্মী সহ টি এফ এর প্রত্যেক কর্মকর্তার হাতে কেক ও জলের বোতল তুলে দিলেন তিনি। একই দিনে অনাথ আশ্রমে শিশুদের হাতে শিবযোতি চক্রবর্তী তুলে দিলেন তার সাধ্যমতো জিনিস। বড় মনের মানসিকতার পরিচয় দিলেন এই সিনিয়র রেফারি। যার মাঠে পরিচিত নাম তমাল চক্রবর্তী।
2023-09-12