গুয়াহাটির জোড়াবাটে ২১ কোটি টাকার হেরোইন সহ গ্ৰেফতার তিন

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (হি.স.) : গুয়াহাটির জোড়াবাটে ২১ কোটি টাকার হেরোইন সহ গ্ৰেফতার করা হয়েছে আন্তর্জাতিক স্তরের তিন মাদক কারবারিকে। ধৃতদের যথাক্ৰমে মহম্মদ আমির খান (৩১), মহম্মদ ইয়াকুব (২৯) এবং মহম্মদ জমির (৩৪) বলে পরিচয় পাওয়া গেছে। অভিযুক্ত তিন মাদক কারবারি মণিপুরের বাসিন্দা।

সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে রবিবার ভোররাতে রাজ্য পুলিশের মধ্য গুয়াহাটি এবং পূর্ব জেলা কমিশনারেটের যৌথ দল অসম-মেঘালয় সীমান্তবর্তী জোড়াবাট এলাকায় নাকা পয়েন্ট গড়ে তালাশি অভিযান চালায়। এক সময় দামি একটি গাড়ি নাকা পয়েন্টে আসলে তার গতিরোধ করে তাতে তালাশি চালানো হয়। তালাশি চালিয়ে গাড়ির গোপন চেম্বার থেকে হেরোইন ভরতি ১৯৮টি সাবানের কেস উদ্ধার করেন অভিযানকারী পুলিশের আধিকারিকরা। ওই সাবান কেস থেকে ২.৫২৭ কিলোগ্ৰাম ওজনের হেরোইন বাজেয়াপ্ত করেন তাঁরা। উদ্ধারকৃত হেরোইনগুলির আন্তর্জাতিক কালোবাজারে কমপক্ষে ২১ কোটি বলে ধারণা করা হচ্ছে।

পুলিশের জেরায় প্রদত্ত স্বীকারোক্তির ভিত্তিতে তিন মাদক কারবারির বিরুদ্ধে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবসট্যান্সেস অ্যাক্ট, ১৯৮৫ (এনডিপিএস)-এর সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকরা দফায় দফায় তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *