মরক্কো, ১১ সেপ্টেম্বর(হি.স.) : মরক্কোর ভূমিকম্পে দুর্গতদের সাহায্যে এগিয়ে এসেছেন বিশ্বব্যাপী নানা পেশার মানুষ। একইভাবে বিপর্যস্ত মানুষদের সাহায্যার্থে হাত বাড়িয়ে দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। মরক্কোয় রোনালদোর মালিকানাধীন হোটেলের দরজা খুলে দেওয়া হয়েছে ক্ষতিগ্রস্তদের জন্য।
রোনালদোর এই হোটেলটির নাম পেস্তানা সিআর সেভেন মারাক্কেশ। বিশ্বব্যাপী এই হোটেলের ৫টি শাখা রয়েছে, যার একটি এই মরক্কোর মারাক্কেশ শহরে অবস্থিত। রোনালদোর বিলাসবহুল এই হোটেলটি এখন মরক্কোর ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য খুলে দেওয়া হয়েছে।