আগরতলা, ১০ সেপ্টেম্বর।। আবারো চিকিৎসার গাফিলতির অভিযোগ হাসপাতালের বিরুদ্ধে। ঘটনা রবিবার সকালে আগরতলা আইজিএম হাসপাতালে। চিকিৎসার গাফিলতিতে মৃত্যু এক গৃহবধূর। মৃতার নাম প্রতিমা রুদ্র পাল(৩৬)। বাড়ি কোনাবন এলাকায়। ঘটনার বিবরণে জানা গেছে, রবিবার সকালে জ্বর এবং শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে আগরতলা আইজিএম হাসপাতালে ভর্তি হয় প্রতিমা রুদ্র পাল। ভর্তির সময় ডাক্তার জানায় রোগীর অবস্থা ভালো নয়। সে অনুযায়ী ডাক্তার চিকিৎসা শুরু করে। সেলাইন লাগিয়ে ডাক্তারকে চলে যায়। কিছু সময় পরে এসে এক নার্স রক্ত পরীক্ষার জন্য রক্ত সংগ্রহ করে যাওয়ার পরেই রোগী ছটফট করতে থাকে। রোগীর পরিবারের অভিযোগ রোগীর অবস্থা গুরুতর হওয়ার পরেই ডাক্তার বা নার্স তাকে দেখতে আসেননি। রোগী ছটফট করলে রোগীর আত্মীয় পরিজনেরা ডাক্তারকে ডাকলে ডাক্তার আসেন। তিনি জানান রোগী মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তাতেই কাণ্ণায় ভেঙে পড়েন রোগীর আত্মীয় পরিজনেরা। পরবর্তীতে তারা জানতে পারেন রোগীকে নাকি রেফার করা হয়েছিল। তবে কেন রোগীর পরিজনদের এই কথা জানানো হয়নি, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ঘটনায় হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছেন মৃতার আত্মীয় পরিজন।