আগরতলা , ৯ সেপ্টেম্বর : ত্রিপুরা রাজ্যের সাধারণ প্রশাসন গোটা রাজ্যজুড়ে বিভিন্ন স্তরে বিপর্যয় মোকাবেলার জন্য প্রয়োজনীয় দক্ষতা বৃদ্ধির জন্য নানাবিধ উদ্যোগ গ্রহণ করে চলেছেন। এরই অঙ্গ হিসেবে তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত ঘিলাতলী বাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে দুর্যোগ মোকাবেলায় ছাত্র-ছাত্রীদের সচেতন করার পাশাপাশি সমাজের মধ্যে দুর্যোগ মোকাবেলার জন্য ইতিবাচক বার্তা দিতে এক কার্যকরী কর্মশালা আয়োজিত হয়েছে।
রাজ্যের বিভিন্ন বিদ্যালয়গুলোতে পাঠরত ছাত্রছাত্রী এবং শিক্ষকদের মধ্যে দুর্যোগ মোকাবেলা সংক্রান্ত সচেতনতার পরিবেশ তৈরি করার লক্ষ্যে প্রায় প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় প্রশাসনের উদ্যোগ নজরে আসছে। এরকমই এক উদ্যোগের অংশ হিসেবে আজ তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত ঘিলাতলী বাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে দুর্যোগ মোকাবেলায় ছাত্র-ছাত্রীদের সচেতন করার পাশাপাশি সমাজের মধ্যে দুর্যোগ মোকাবেলার জন্য ইতিবাচক বার্তা দিতে এক কার্যকরী কর্মশালা আয়োজিত হয়।
এই কর্মশালায় হাতে কলমে ভূমিকম্প, বন্যা সহ বিভিন্ন আকস্মিক দুর্যোগপূর্ণ পরিবেশ তৈরি হলে কিভাবে নিজেদেরকে বাঁচানোর পাশাপাশি সমাজের প্রয়োজনে ঝাঁপিয়ে পড়া যাবে সে ব্যাপারে প্রশিক্ষণ দেওয়া হয়। গোটা প্রশিক্ষণ পর্ব তথা কর্মশালা ঘিরে সংশ্লিষ্ট বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে উপস্থিত শিক্ষকদের মধ্যে দারুন ইতিবাচক আবহ পরিলক্ষিত হয়।
গোটা বিষয় নিয়ে মহকুমা প্রশাসনের তরফ থেকে দাবি করা হয়েছে , যাতে করে দুর্যোগপূর্ণ পরিবেশ তৈরি হলে একদিকে সমাজ রক্ষা পেতে পারে ,সচেতনতার রাস্তায় হেঁটে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হতে পারে তার জন্যই তাদের এই উদ্যোগ। আগামী দিনেও মহকুমার বিভিন্ন জায়গায় এই রকমের কর্মশালা তথা প্রশিক্ষণ পর্ব অনুষ্ঠিত হবে বলে জানা গেছে মহকুমা প্রশাসন সূত্রে।

