আগরতলা, ৮ সেপ্টেম্বর: টানা ২৫ বছরের শাসনে সিপিএম বক্সনগরবাসীদের বিভ্রান্ত করে রেখেছিল। উপনির্বাচনে বক্সনগরে পদ্ম ফুল ফুটিয়ে জনগণ সিপিএমকে যোগ্য জবাব দিয়েছে। আজ জয়ী হওয়ার পর প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিজেপি প্রার্থী তফাজ্জল হোসেন।
তাঁর কথায়, বামফ্রট ফলাফল ঘোষণা হওয়ার আগেই পরাজয় মেনে গণনা বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল।আগামী দিনে রাজ্যে সিপিএম লুপ্তপ্রায় দলে পরিণত হয়েছে। বিগত ২৫ বছর ধরে সিপিএম ত্রিপুরাতে দুনীতি রাজত্ব করেছিল।
তাঁর দাবি, বক্সনগরবাসী বিজেপি প্রার্থীকে জয়ী করে ইতিহাস সৃষ্টি করেছে।আগামী দিনে ত্রিপুরায় সিপিএমের জমানত জব্দ হতে চলেছে।