আগরতলা, ৭ সেপ্টেম্বর : আগরতলা-আখাউড়া রেল যোগাযোগে নিশ্চিন্তপুর রেল স্টেশনে পণ্য ও যাত্রী পরিবহনে ল্যান্ড কাস্টম স্টেশন স্থাপনে বিজ্ঞপ্তি জারি হয়েছে। কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপে ধন্যবাদ জানিয়েছেন ত্রিপুরার পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। মূলত, নিশ্চিন্তপুর থেকে বাংলাদেশের গঙ্গাসাগর আন্তর্জাতিক রেল রুটের জন্য এই ল্যান্ড কাস্টম স্টেশন স্থাপন করা হচ্ছে।
সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, গত ৬ সেপ্টেম্বর নিশ্চিন্তপুর রেলওয়ে স্টেশনকে ভারত সরকারের তরফ থেকে এক ঘোষণাপত্রের মাধ্যমে ল্যান্ড কাস্টমস স্টেশন হিসাবে ঘোষণা করা হয়েছে। তাতে বাংলাদেশের মধ্যে দিয়ে বহু প্রতীক্ষিত আগরতলা-আখাউড়া রেল লিঙ্ক চালু হওয়ার পথে আরো একধাপ আমরা এগিয়ে গেলাম। তিনি এই পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহাকে ধন্যবাদ জানিয়েছেন।