আগরতলা, ৭ সেপ্টেম্বর: ৫৬তম ইঞ্জিনিয়ার দিবসে সচেতনতা কর্মসূচির অঙ্গ হিসেবে যানবাহনের জন্য বিনামূল্যে ধোঁয়া পরীক্ষা শিবির আয়োজন করেছে অল ত্রিপুরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন। এদিনের অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার।
এদিন মেয়র দীপক মজুমদার বলেন, অল ত্রিপুরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পরিবেশ দূষণমুক্ত রাখতে বিভিন্ন কর্মসূচি আয়োজন করে থাকে। মূলত যান বাহনের কারণে পরিবেশ কতটা দূষিত হচ্ছে তার জন্য বিনামূল্যে ধোঁয়া পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে।
এদিন মেয়র জনগণের কাছে সার্বিক ভাবে শহরকে সুন্দর ও পরিবেশকে দূষণ মুক্ত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য আবেদন জানিয়েছেন।