ভারতে আসছেন বিদেশী প্রতিনিধিরা, জি-২০ নেতাদের আগমণে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় দিল্লিতে

নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বর (হি.স.): জি-২০ সম্মেলনে অংশ নিতে বিভিন্ন বিদেশী প্রতিনিধি দলের সদস্যরা নতুন দিল্লিতে আসতে শুরু করেছেন। সর্বাগ্রে এসেছেন নাইজেরিয়ার রাষ্ট্রপতি বোলা আহমেদ তিনুবু। আর বৃহস্পতিবার সকালে দিল্লিতে এসেছেন মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ জগন্নাথ। শুক্রবার ভারতে আসছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনও। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বাইডেনের পাশাপাশি আমেরিকা থেকে উড়ে আসছে আমেরিকার প্রেসিডেন্টের সরকারি গাড়ি ‘দ্য বিস্ট’। ভারত সফরের সময় বাইডেন এই বিলাসবহুল ক্যাডিলাক গাড়়ি চড়েই ভ্রমণ করবেন। ‘দ্য বিস্ট’ বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও নিরাপদ গাড়ি হিসেবে পরিচিত। বুলেট প্রতিরোধী এই গাড়ি সব সময় বাইডেনের নিরাপত্তারক্ষীদের পাহারায় থাকে। দিল্লিতেও এই গাড়ির জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

বাইডেন-সহ অন্যান্য বিদেশী প্রতিনিধিদের আগমন ঘিরে চরম ব্যস্ততা দিল্লি জুড়ে। কড়া ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে রাজধানীকে। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের সব থেকে বাইরের স্তরে থাকবে আধাসামরিক বাহিনী, দ্বিতীয় স্তরে থাকবে বিশেষ ভাবে প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডো এবং সবচেয়ে ভিতরের বলয়ে থাকবেন গোয়েন্দা বিভাগের গোপন আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *