যান দূর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু ব্যাঙ্ক কর্মীর, গুরুতর আহত আরও এক

আগরতলা, ৭ সেপ্টেম্বর: আগরতলা ৮নং জাতীয় সড়কে সাব্রুম  যুবশক্তি ক্লাবের সামনে গতকাল গভীর রাতে যান দূর্ঘটনায় মৃত্যু হয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের সাব্রুম শাখার এসিস্ট্যান্ট ম্যানেজার রাজবী দে (২৯)-র।ওই দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এসিস্ট্যান্ট ম্যানেজার অনুপম দও।আজ সকালে পথচারীরা রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় তাঁদেরকে পড়ে থাকতে দেখে সাথে সাথে দমকলবাহিনীকে খবর পাঠিয়েছেন।দমকলকর্মীরা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজবী দে কে মৃত বলে ঘোষণা করেন।অপরজনের অবস্থা আশঙ্কা জনক দেখে জি বি হাসপাতালে স্হানান্তর করেছে।

জানা গেছে, গতকাল রাতে ভাড়া বাড়ি থেকে স্কুটি নিয়ে দুইজন বের হয়েছিলেন কিন্তু পরবর্তী সময়ে তারা দুজনে ভাড়া বাড়িতে ফিরে না আসায় অন্যান্য সহকর্মীরা তাদের অনেক খোঁজাখুঁজি করে।কিন্তু তাঁদের কেনো হদিস পাওয়া যায় নি।আজ ভোরবেলায়  আগরতলা ৮নং জাতীয় সড়কে সাব্রুম যুবশক্তি ক্লাবের সামনে রাস্তার পাশে স্কুটি সহ রক্তাক্ত অবস্থায় দুজনকে পড়ে থাকতে দেখে পথ চলতি জনগণরা।সাথে সাথে তারা দমকল বাহিনীকে খবর দিলে তারা গিয়ে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন।সাব্রম থানার পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে।

রাজবীর বাড়ি আগরতলা যোগেন্দ্রনগর। অনুপমের বাড়ি খোয়াই বলে জানা গেছে। রাতে তারা স্কুটি নিয়ে ভাড়া বাড়ি থেকে বের হন। কিন্তু তাঁরা রাতে কোথায় গিয়েছিলেন সেই বিষয়ে কেউই বলতে পারছেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *