আগরতলা, ৭ সেপ্টেম্বর : আজ মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের ১১৫ তম জন্মতিথি উদযাপন করেছে এমবিবি কলেজ অ্যালামনি এসোসিয়েশন। এদিন কলেজ প্রাঙ্গণে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের আবক্ষ মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন সাংসদ রেবতী মোহন ত্রিপুরা, পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। পরবর্তীতে রবীন্দ্র হলে ছাত্র ছাত্রীদের নিয়ে আলেচনা সভার আয়োজন করা হয়েছে।
এদিন সাংসদ রেবতী ত্রিপুরা বলেন, দেশ ব্যাপী এমবিবি কলেজের সুনাম রয়েছে। এই কলেজ থেকে পড়াশোনা করে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। ছাত্র ছাত্রীদের প্রধান দায়িত্ব মনোযোগ সহকারে পড়াশোনা করা।
এদিন তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, এখন দেখা যাচ্ছে রাজ্যের বহু ছাত্র ছাত্রী নেশায় আসক্ত হয়ে পড়ছেন। নেশায় আসক্ত হয়ে জীবন ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন। তিনি ছাত্র ছাত্রীদের কাছে বিপথে চালিত না হওয়ার জন্য আবেদন জানিয়েছেন।