নয়াদিল্লি, ৬ সেপ্টেম্বর (হি.স.) : আগামী ১৮ সেপ্টেম্বর পুরানো বিল্ডিংয়ে বসবে সংসদের বিশেষ অধিবেশন। এরপর ১৯ সেপ্টেম্বর, গণেশ চতুর্থী উপলক্ষ্যে নতুন ভবনে স্থানান্তর হবে সংসদের বিশেষ অধিবেশন। আগামী ১৮ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত বসছে সংসদের বিশেষ অধিবেশন। ১৮ থেকে ২২ সেপ্টেম্বর মাত্র ৫ দিনের জন্য বসতে চলেছে সংসদের এই বিশেষ অধিবেশন।
বুধবার জানা গিয়েছে, আগামী ১৮ সেপ্টেম্বর পুরানো বিল্ডিংয়ে বসবে সংসদের এই বিশেষ অধিবেশন। এরপর ১৯ সেপ্টেম্বর, গণেশ চতুর্থী উপলক্ষ্যে নতুন ভবনে স্থানান্তর হবে সংসদের বিশেষ অধিবেশন। মোট ৫ দিনের এই বিশেষ অধিবেশনকে ঘিরে রাজনৈতিক মহলে নানা ধরনের গুঞ্জন চলছে।