নয়াদিল্লি, ৬ সেপ্টেম্বর (হি.স.) : নয়াদিল্লির সঙ্গম বিহার এলাকায় একটি বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মঙ্গলবার গভীর রাতে আগুন লাগে।
জানা গেছে, ওই বহুতলের নিচে কাপড়ের দোকানে কিছু ডামি রাখা ছিল, তাতে কিছুক্ষণের মধ্যেই আগুন ধরে যায়। পরে আশেপাশের লোকজন জড়ো হয়ে সবাই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করেন। একই সঙ্গে দিল্লি দমকল বিভাগ ও দিল্লি পুলিশকেও এই বিষয়ে জানানো হয়েছে। দমকলের একাধিক গাড়ি ঘটনাস্থলে পৌঁছে অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের কোনোও খবর নেই।
ডিসিপি চন্দন চৌধুরী জানিয়েছেন, মঙ্গলবার গভীর রাতে সঙ্গম বিহারে অবস্থিত একটি বহুতলে আগুন লাগে। বিল্ডিংটিতে একটি জামাকাপড়ের দোকান ছিল, সেখানে জামাকাপড়ের ডামি (ম্যানকুইন) রাখা হয়েছিল। এই ভবনের পাশে একটি বৈদ্যুতিক খুঁটি ছিল। বৈদ্যুতিক খুঁটিতে শর্ট সার্কিট হয়েছে। যার কারণে ভবনে থাকা দাহ্য পদার্থের কারণে আগুন ছড়িয়ে পড়ে। ওই ভবনে কর্মরত শ্রমিকদের দড়ির সাহায্যে নিচে নামানো হয়। ঘটনায় হতাহতের কোনও খবরও পাওয়া য়াযনি