আগরতলা , ৫ সেপ্টেম্বর : রাজ্যের বর্তমান সরকার বহু বছর ধরে পরিত্যক্ত কৈলাসহর বিমানবন্দরটিকে পুনরায় চালু করার উদ্যোগ নিয়েছে।আজ সচিবালয়ে এয়ারপোর্ট অথরিটি অব ইণ্ডিয়ার উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সাথে বৈঠকে মিলিত হয়েছেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী।এদিন কৈলাসহর বিমানবন্দর পুনরায় চালু করা সহ বিমান পরিষেবার সাথে সম্পৃক্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
প্রসঙ্গত,গতকাল কৈলাসহর এয়ারপোর্ট পরিদর্শনে এসেছিলেন ভারতের বেসামরিক বিমানচালন মন্ত্রকের অধীনস্থ সংস্থা এয়ারপোর্ট অথরিটি অব ইণ্ডিয়ার উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দল৷ প্রতিনিধি দলে ছিলেন অপারেশন এক্সপার্ট ও টেকনিক্যাল টিমের আধিকারিকরা। দিল্লী থেকে তিনজন, গুয়াহাটি থেকে তিনজন ও আগরতলা থেকে পাঁচজন প্রতিনিধি মিলে মোট এগারোজন প্রতিনিধি গতকাল কৈলাসহর বিমানবন্দরটি সরেজমিনে পরিদর্শন করেন।
জানা গিয়েছে স্পাইস জেট ও অ্যালায়েন্স এয়ার কৈলাসহর থেকে বিমান পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। তবে স্পাইস জেটের ছোট বিমান না থাকার ফলে জানা গেছে, অ্যালায়েন্স এয়ার এর ছোট বিমান এই রুটে চলাচল করবে, কারণ কৈলাসহর বিমানবন্দরে বড় বিমান ওঠানামা করানো সম্ভব নয়।
সূত্রের খবর, পরিত্যক্ত কৈলাসহর বিমানবন্দরটিকে পুনরায় চালু করার জন্য দুটি পর্যায়ে কাজ হবে। প্রথম পর্যায়ে বর্তমানে যে রানওয়েটি রয়েছে তার সংস্কার করে ছোট বিমান চালানোর ব্যবস্থা করা হবে। দ্বিতীয় পর্যায়ে বড় বিমান নামার ক্ষেত্রে বিমানবন্দর সম্প্রসারণ করে বড় ধরনের রানওয়ে সহ অত্যাধুনিক এয়ারপোর্ট তৈরি করার পরিকল্পনা রয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার। বর্তমান এয়ারপোর্টটি সংস্কার করে পুনরায় চালু করার ক্ষেত্রে আরও কয়েকবার বিমানবন্দর পরিদর্শন করতে এয়ারপোর্ট অথরিটি অব ইণ্ডিয়ার আধিকারিকরা কৈলাসহরে আসবেন।

