কলকাতা, ৫ সেপ্টেম্বর (হি. স.) : “কোনও বিশ্ববিদ্যালয় যদি রাজ্যপালের কথা শুনে চলে আমি অর্থনৈতিক বাধা তৈরি করব’’— এই বলে মঙ্গলবার প্রকাশ্যেই রাজ্যপাল সি ভি আনন্দ বসুকে নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সঙ্গে বলেন, “টাকা দেব আমরা, পলিসি করব আমরা আর আপনি খবরদারি করবেন!
শিক্ষক দিবসে রাজ্যে গুণী শিক্ষকদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে ফের মাথাচাড়া দিয়ে উঠল রাজ্য-রাজভবন সংঘাত। আজকের দিনে কলেজ-বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ ইস্যুকে সামনে এনে আচার্য তথা রাজ্যপালের প্রতি একাধিক বার্তা দিতে শোনা গেল মুখ্যমন্ত্রীকে।
শুধু তাই নয়, একাধিক বিষয়ে রাজভবনের ‘অতি-সক্রিয়তা’র অভিযোগ তুলে আর্থিক বিষয়টি নিয়েও কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ”এই যে মাঝেমধ্যে কেরল থেকে অতিথি এনে রাজভবনে চা খাওয়ান, সেই টাকাও আমরা দিই।”
মঙ্গলবার শিক্ষক দিবসে ‘শিক্ষারত্ন’ সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এ প্রসঙ্গেই রাজ্যপালের উদ্দেশে কড়া বার্তা দিলেন। তাঁর কথায়, ”রাজভবনের যাঁরা কর্মী, তাঁদের বেতন রাজ্য সরকারই দেয়। সেক্ষেত্রে আর্থিক অবরোধের পথে যেতে বাধ্য হব।”
মুখ্যমন্ত্রীর আরও কটাক্ষ, ”রোজ নাচাগানা হচ্ছে। কখনও কখনও বাইরে থেকে লোকজন ডেকে এনে, হয়ত অন্য রাজ্যের কোনও প্রাক্তন ডিজিকে ডেকে এনে অনুষ্ঠান হচ্ছে। যা ইচ্ছে করছে, অকাজের কাজ বেশি হচ্ছে। এই যে মাঝেমধ্যে চা খাওয়ানো হয়, সেই টাকা কে দেয়? রাজ্যই তো দেয়। সব বন্ধ হয়ে যাবে।”
মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্য প্রায় বেনজির আক্রমণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।