লিগ কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্টেম্বর।। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত লীগ কমিটির জরুরি ও গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে আগামীকাল। সভায় প্রথম ডিভিশন লিগ ফুটবলের সবকটি দলের প্রতিনিধিবর্গকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে। গত ৩ সেপ্টেম্বর, রবিবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে এগিয়ে চলো সংঘ বনাম লাল বাহাদুর ব্যায়ামাগারের ম্যাচে অপ্রীতিকর ঘটনা ঘটে। লালবাহাদুরের ম্যানেজার এবং কয়েকজন সমর্থকের হাতে নিগৃহীত হন লাইন্সম্যান কার্তিক সহ অন্য রেফারিরা। রেফারি সত্যজিৎ দেবরায় তার রিপোর্ট জমা দিয়েছেন টিএফএ-তে। রিপোর্ট খতিয়ে দেখার পাশাপাশি চলতি লিগ ফুটবল নিয়ে আরও কিছু কথা বলার উদ্দেশ্যে আগামীকাল লীগ কমিটির জরুরী বৈঠক ডাকা হয়েছে। সন্ধ্যা সাতটায় ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের অফিস গৃহে হবে এই বৈঠক। সাম্প্রতিক মাঠে সংঘটিত অনভিপ্রেত ঘটনা সমূহ ছাড়াও চলতি লিগ নিয়ে আলোচনা হবে। রবিবারের হাই ভোল্টেজ ম্যাচের শেষে অনভিপ্রেত ঘটনার পরিপ্রেক্ষিতে রেফারি কর্তৃক প্রদত্ত রিপোর্টের ভিত্তি ধরে কাকে কতটুকু সতর্ক করা হবে, শোকজ করা হবে, কাউকে বরখাস্ত করা হবে কিনা, সে বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত নেওয়া হবে। চলতি প্রথম ডিভিশন লিগ ফুটবল টুর্নামেন্ট সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে অংশগ্রহণকারী প্রতিটি ক্লাব দলের সর্বাঙ্গীণ সহযোগিতা এবং খেলোয়ার সুলভ আচরণ আশা করছে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন। আগামীকাল লীগ কমিটির বৈঠকে সদস্যরা কি সিদ্ধান্তে উপনীত হন, তা শোনার জন্য উদগ্রীব হয়ে আছেন ফুটবলপ্রেমীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *