নিউদিল্লি, ৪ সেপ্টেম্বর (হি.স) : কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী দলের সংসদীয় কৌশল গোষ্ঠীর একটি বৈঠক ডেকেছেন। সংসদের আসন্ন বিশেষ অধিবেশনের আগে মঙ্গলবার এই বৈঠকটি ডেকেছেন সোনিয়া গান্ধী।
সোমবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় সোনিয়া গান্ধীকে। রবিবার হাল্কা জ্বর নিয়ে তিনি দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছিলেন। জানা গিয়েছে, সংসদে যেসব প্রশ্ন ও ইস্যুগুলি উঠে এসেছিল, সেগুলি এবং দলের পরিকল্পনা নিয়ে আলোচনা হবে মঙ্গলবারের এই বৈঠকে।
অন্যদিকে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও ভারত জোটের সাংসদের নিয়ে একটি বৈঠক ডেকেছেন। এই বৈঠকে বিশেষ সংসদ অধিবেশনের কৌশল নিয়ে আলোচনা হবে। বৃহস্পতিবার কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী ১৮ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত সংসদের পাঁচ দিনের বিশেষ অধিবেশনের কথা জানিয়েছেন। বিশেষ অধিবেশনের আলোচ্যসূচি অবশ্য এখনও প্রকাশ করা হয়নি।