আগরতলা , ৪ সেপ্টেম্বর : ৫ সেপ্টেম্বর ত্রিপুরার দুটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের অনুষ্ঠিত হবে। সোমবার সকাল থেকেই দায়িত্বপ্রাপ্ত ভোট কর্মীরা ভোট সামগ্রী নিয়ে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে যার যার ভোট কেন্দ্রে পৌঁছে গিয়েছেন। শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। গোটা সিপাহীজলা জেলায় মোতায়েন করা হয়েছে পুলিশ ও কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী।
আগামীকাল সকাল ৭টা থেকেই শুরু হবে ভোট গ্রহন প্রক্রিয়া। চলবে বিকেল ৪ টা পর্যন্ত। রাজ্যের বক্সনগর ও ধনপুর কেন্দ্রের উপনির্বাচনকে কেন্দ্র করে যাবতীয় প্রস্তুতি তুঙ্গে।
এবিষয়ে সিপাহীজলা জেলার জেলাশাসক বিশাল কুমার জানিয়েছেন,এখনো পর্যন্ত সব কিছু শান্তিপূর্ন ভাবেই সম্পন্ন হয়েছে।আজ সকাল থেকেই ভোট কর্মীরা তাদের নিজ নিজ কেন্দ্রে পৌঁছানো শুরু করেছেন।আগামীকাল সঠিক সময়েই ভোট গ্রহন শুরু হবে।এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি। তবে কোনো ভোটারকে যদি প্রভাবিত করার চেষ্টা হয় অথবা কোনো ধরনের ধরনের সমস্যা সৃষ্টি হয় তবে ১৯০৫ নম্বরে ফোন করে তারা সাহায্য চাইতে পারবেন।

