বিরোধীদের আসন-সমঝোতাকে তোপ তথাগতর

কলকাতা, ৪ সেপ্টেম্বর (হি স)। বিরোধীদের আসন-সমঝোতার চেষ্টাকে টুইটারে তোপ দাগলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

সোমবার সৌম্যজিৎ বসু নামে এক নেটনাগরিক টুইটারে লিখেছেন, “সারা দেশজুড়ে ২৮টা দলের আসন-সমঝোতা কি চাট্টিখানি কথা ?? মূলত, পিসির মস্তিষ্ক-প্রসূত এটি আরেকটি সার্কাস!”

এর প্রেক্ষিতে তথাগতবাবু লিখেছেন, “ইণ্ডিয়া জোটের যত কর্মকান্ড হচ্ছে সব আসন-সমঝোতাকে দূরে সরিয়ে রেখে। কারণ পরিষ্কার – ওটা অসম্ভব। যেখানে প্রতিটি দলের নেতার প্রধানমন্ত্রী পদের দিকে তাকিয়ে জিভ দিয়ে জল ঝরছে, নিজ নিজ রাজ্যে পরস্পরের সঙ্গে দাঁতমুখ খিঁচিয়ে লড়াইয়ে মত্ত, সেখানে কিসের কি আসন-সমঝোতা?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *