তেজপুর (অসম), ৪ সেপ্টেম্বর (হি.স.) : তেজপুরে পুলিশের অভিযানে বাজেয়াপ্ত হয়েছে নগদ ২০ লক্ষ টাকার জালনোট৷ দিল্লির একটি চক্ৰের কাছে জালনোটগুলি হস্তান্তর করার কথা ছিল। তেজপুরের কচুবিলের স্থানীয় এক দুষ্কৃতীর ঘর থেকে পুলিশ উদ্ধার করেছে বিপুল পরিমাণের এই জালনোটগুলি৷
পুলিশের এক সূত্র জানিয়েছে, তেজপুর সদর থানার অন্তৰ্গত কচুবিলের এক দুষ্টচক্রের কাছ থেকে দশ লক্ষ টাকার বিনিময়ে জাল ২০ লক্ষ টাকা নিতে চুক্তি করেছিল দিল্লির দীপক জৈন এবং পুনিত জৈন নামের দুই অসাধু ব্যবসায়ী। সূত্ৰটি জানায়, চুক্তি মোতাবেক কচুবিলের উত্তম কোচের কাছ থেকে জাল নোট নিতে দিল্লির ওই দুই অসাধু চাঁই গত ২ সেপ্টেম্বর উত্তম কোচের ব্যাংক অ্যাকাউন্টে গুগল পে-র মাধ্যমে ১০ লক্ষ টাকা জমা দিয়েছিল। চুক্তি অনুয়ায়ী আসল টাকা জমা করা হলেও তাদের জাল নোট দেওয়া হয়নি।
চুক্তি অনুযায়ী নকল টাকা নেওয়া দূর, দুষ্ট চক্ৰের কবলে পড়ে দিল্লির দুই ব্যক্তি পুলিশের শরণাপন্ন হয়। দিল্লির অসাধু ওই দুই ব্যবসায়ীর এজাহারের ভিত্তিতে অভিযুক্ত উত্তম কোচের ঘরে অভিযান চালিয়ে পুলিশ নকল ৫০০ টাকার নোটের ২০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ। এছাড়া পুলিশ বাজেয়াপ্ত করেছে ৫০০ টাকার নোট তৈরির সরঞ্জাম এবং কাগজ।
এদিকে ঘটনার আগাম খবর পেয়ে গা ঢাকা দিয়েছে উত্তম কোচ। তাকে খুঁজে বের করতে অভিযান চালিয়েছে পুলিশ।

