BRAKING NEWS

থানার লকআপ থেকে পলাতক অভিযুক্ত , ২৪ ঘণ্টার মধ্যে ফের গ্রেপ্তার, সাসপেন্ড ২ পুলিশ কর্মী

আগরতলা, ৪ সেপ্টেম্বর।। থানার লকআপ থেকে পলাতক এক অভিযুক্তকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করল কৈলাশহর থানার পুলিশ।
গতকাল অর্থাৎ রবিবার কৈলাশহর থানার লকআপ থেকে এক অভিযুক্ত পালিয়ে গিয়েছিল বলে খবর। কৈলাসহর থানার পুলিশ ২৪ ঘন্টার মধ্যে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে কৈলাসহর থানায় নিয়ে আসে। সোমবার কৈলাসহর থানায় সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান ঊনকোটি জেলার পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীর।  এদিনের এই সাংবাদিক সম্মেলনে জেলা পুলিশ সুপার ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এল ডারলং, কৈলাশহর মহকুমা পুলিশ আধিকারিক শিবু চন্দ্র দে, কৈলাসহর থানার ওসি সঞ্জীব লস্কর ডিএসপি উৎপেলেন্দু দেবনাথ থেকে শুরু করে আরো অনেকে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীর বলেন, কৈলাসহর লক্ষীপুর এলাকার বাসিন্দা আসব আলীর বিরুদ্ধে ডাকাতির অভিযোগ ছিল যার কেইস নম্বর হল ৭২/২২ আন্ডার সেকশন ২৪/১১/২২ আইপিসি। কৈলাশহর থানার পুলিশ আসব আলীকে চলতি মাসের ১ তারিখ গ্রেফতার করে এবং দু তারিখ তিনদিনের রিমান্ড চেয়ে তাকে কৈলাশহর দায়রা আদালতে প্রেরণ করে। অভিযোগ সে কৈলাসহর দায়রা আদালত থেকে পালিয়ে গিয়েছিল। পরবর্তীকালে কৈলাসহর থানার পুলিশ ওইদিনই তাকে পুনরায় কৈলাশহর থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। অভিযোগ রবিবার বিকেলে কৈলাশহর থানার লোকাপ থেকে সে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায়। এরপর কৈলাশহর থানার পুলিশ এবং ইরানি থানার পুলিশ যৌথভাবে  তল্লাশি চালায় এবং প্রতিটি নাকা পয়েন্ট এলাকায় অভিযান চালানো হয় গতকাল রাত থেকেই।  এরপর আজ অর্থাৎ সোমবার সকালে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে কৈলাসহর থানায় নিয়ে আসা হয়। অভিযুক্ত পলাতকের ঘটনায় ইতিমধ্যেই  দুইজন পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি সেই মামলার আইওর বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহন করা হবে বলে জেলা পুলিশ সুপার।   পাশাপাশি এই বিষয়ে একটি কমিটি গঠন করা হয় আজ এবং আগামীকাল অর্থাৎ মঙ্গলবার আসব আলিকে কৈলাশহর দায়রা আদালতে প্রেরণ করা হবে বলে জানান জেলা পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীর ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *