নগাঁও (অসম), ৩ সেপ্টেম্বর (হি.স.) : নগাঁও জেলার অন্তর্গত কলিয়াবরে উদ্ধার জনৈক মহিলার মৃতদেহ। আজ রবিবার সকালে কলিয়াবরের ১ নম্বর বরঘূলীতে একটি পুকুরে জনৈক মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় অঞ্চলজুড়ে তীব্ৰ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, উদ্ধারকৃত মহিলাকে ২৮ বছর বয়সি বিবাহিত রশিদা বেগম বলে শনাক্ত করা হয়েছে। রশিদা বেগমের একটি সাত বছর বয়সি ছেলেও সন্ধানহীন বলে জানা গেছে। এ খবর লেখা পৰ্যন্ত রশিদা বেগমের নিখোঁজ ছেলের সন্ধান পাওয়া যায়নি। এদিকে, রশিদা বেগমের স্বামী রফিকুল ইসলাম কৰ্মসূত্ৰে বহিঃরাজ্যে থাকেন।
রশিদা বেগমের মৃতদেহ উদ্ধারের পর গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। সন্ধানহীন সাত বছরের ছেলেও পুকুরে পড়ে নিখোঁজ বলে সন্দেহ করা হচ্ছে। শিশুটিকে উদ্ধার করতে এসডিআরএফ-এর ডুবারু অভিযান চালিয়েছিলেন, কিন্তু এখনও তার খোঁজ পাওয়া যায়নি, জানিয়েছে এক সূত্র।
পুলিশের তদন্তে সব রহস্য প্রকাশ হবে বলে পরিবার সহ স্থানীয় জনতা আশা করছেন। এখন রশিদা বেগমের নিখোঁজ সন্তানের সন্ধান পাওয়া যাবে বলে সকলে অপেক্ষা করছেন।

