প্রথম ডিভিশন লিগ ফুটবলে টাউনকে হারিয়ে প্রথম জয় বীরেন্দ্র ক্লাবের

বীরেন্দ্র ক্লাব: ৪

টাউন ক্লাব: ২

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ সেপ্টেম্বর।। দুর্দান্ত জয়। তাও টাউন ক্লাবের বিরুদ্ধে। এবারকার প্রথম ডিভিশন লিগ ফুটবলে দ্রুততম গোল। চারটি গোল করার পাশাপাশি তিনটি হলুদ কার্ড দেখা। — সবই আজ বীরেন্দ্র ক্লাবের পক্ষে ঘটেছে। খেলা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত টেকনো ইন্ডিয়া চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন লিগ ফুটবল টুর্নামেন্ট। ১১ তম ম্যাচে আজ, শনিবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে বীরেন্দ্র ক্লাব চার-দুই গোলের ব্যবধানে টাউন ক্লাবের হারিয়ে তিন পয়েন্ট পেয়ে একসঙ্গে দুই ধাপ এগিয়ে নয় দলীয় আসরে সাত নম্বরে উঠে এসেছে।‌ সাফল্যের শিখরে পৌঁছুবে কিনা সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে বি-ডিভিশনে অবনমন নিঃসন্দেহে ঠেকাতে পারবে বলে মনে হচ্ছে। প্রথমার্ধের দুরন্ত লড়াইয়ে কিন্তু টাউন ক্লাব ২-১ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে কাম-ব্যাক খেলে বীরেন্দ্র ক্লাব পরপর তিনটি গোল করে দলকে তৃতীয় প্রয়াসে প্রথম জয়ের সাধ এনে দিয়েছে। ‌ বীরেন্দ্র ক্লাবের পক্ষে এক মিনিটের মাথায় মনিষ দেববর্মা গোল করে লীগে দ্রুততম গোলের স্বীকৃতি পেয়েছে। ৯ মিনিটের মাথায় টাউন ক্লাবের সঞ্জীব শীল গোলটি শোধ করে খেলায় সমতা ফিরিয়ে আনে। ১১ মিনিট বাদে সুজিত সোরেন আরেকটি গোল করে দলকে লিড এনে দেয়। দ্বিতীয়ার্ধ শুরুতে বীরেন্দ্র ক্লাবের বনবীর কলই, ৫ মিনিট বাদে সবো অধিকারী এবং শেষ দিকে ৮৩ মিনিটের মাথায় এনোকা ডারলং পরপর তিনটি গোল করলে বীরেন্দ্র ক্লাব ৪-২ গোলে জয় ছিনিয়ে নেয়। উল্লেখ্য, খেলার দুই অর্ধে রেফারি বিজয়ী বীরেন্দ্র ক্লাবের তিনজনকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি আদিত্য দেববর্মা, বিশ্বজিৎ দাস, পল্লব চক্রবর্তী ও তপন কুমার দেবনাথ। দিনের খেলা: এগিয়ে চলো সংঘ বনাম লাল বাহাদুর ব্যায়ামাগার, বিকেল সাড়ে তিনটায়, উমাকান্ত মিনি স্টেডিয়ামে।