অনূর্ধ্ব ১৯ বাছাইকৃত ২৬ জনকে নিয়ে বালিকাদের শিবিরে আগামীকাল থেকে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ সেপ্টেম্বর।।ডাক পেলেন ২৬ জন বালিকা ক্রিকেটার। অনূর্ধ্ব-‌১৯ শিবিরে। ৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে শিবির। নির্বাচিত ক্রিকেটারদের ওই দিন বিকেল ৩ টায় এম বি বি স্টেডিয়ামে কোচ শ্রাবণী দেবনাতের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। আসন্ন জাতীয় আসরের লক্ষ্যেই ওই শিবিরের আয়োজন। রাজ্য ক্রিকেট সংস্থার ভারপ্রাপ্ত সচিব জয়ন্ত দে ক্রিকেটারদের নাম ঘোষনা করেন। নির্বাচিত ক্রিকেটাররা হলেন:‌ অশ্মিতা দেবনাথ, বিজয়া ঘোষ, গিয়া মন্ডল,স্নিগ্ধা সরকার,অভিধা বর্ধন, অশ্মিতা দাস,পায়েল নম:‌, পারমিতা চক্রবর্তী, রূপালি দাস, প্রীয়া সরকার, তানিয়া দেব, ভূমিকা নায়েক,মিনতি বিশ্বাস,রিফু দেববর্মা, অঙ্কিতা পাটারি,রেশ্মি নোয়াতিয়া,অন্তরাণী নোয়াতিয়া,তনুশ্রী সরকার,অর্পিতা দেবনাথ,পৌলমী পাল,স্নিগ্ধা দাস,শায়ন্তিকা নম:‌ দাস,অশ্মিতা দাস,দেবশ্রীতা চৌধুরি,স্নেহা দেবনাথ এবং রেবিকা নোয়াতিয়া। চিফ কোচ:‌ শ্রাবণী দেবনাথ,কোচ:‌ সন্দীপ ব্যানার্জি,শুভ্র পাল, ফিজিও মিস্টি দেব,ট্রেণার:‌ সুখেন্দু দে এবং ম্যানেজার:‌ রিমা চক্রবর্তী।‌