কলকাতা, ২ সেপ্টেম্বর (হি. স.) : খারিজ হয়ে গেল জামিনের আর্জি। নিয়োগ দুর্নীতি মামলায় ফের জেল হেফাজতে পার্থ চট্টোপাধ্যায়। গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত আপাতত জেল হেফাজত পার্থের।
জামিনের জন্য যে আবেদন জানিয়েছিলেন তিনি, আগামী ৮ সেপ্টেম্বর আলিপুর আদালতে তার শুনানি রয়েছে। তবে তদন্তের গতি প্রকৃতি নিয়ে ফের তদন্তকারী সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিল আদালত।
পার্থবাবুর জামিনের আর্জি আবারও খারিজ হয়ে গেলেও, শনিবার আদালতে তীব্র ভর্ৎসনার মুখে পড়ল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। পার্থেবাবুর জামিনের বিরোধিতা করতে গিয়ে কেন্দ্রীয় গোয়েন্দারা বার বার একই কারণ তুলে ধরছেন বলে মন্তব্য করলেন আলিপুর আদালতের বিচারক। সিবিআই-এর উদ্দেশে তাঁর মন্তব্য, “কী সব যে বলেন, এক একটা ভুল ধরতে শুরু করলে, কেঁদে কুল পাবেন না।”
সিবিআই তদন্ত নিয়ে এদিন তীব্র ক্ষোভ প্রকাশ করেন আলিপুর আদালতের বিচারক। গোয়েন্দাদের উদ্দেশে তিনি বলেন, “একই কারণ দেখিয়ে কী ভাবে বার বার জামিনের আবেদন খারিজের পক্ষে সওয়াল করছেন? শেষ বারের কেস ডায়েরি দেখুন! আমাকে বোকা ভাববেন না। সময় নষ্ট করছেন শুধু। জামিন খারিজের জন্য নতুন কী সওয়াল? কেস ডায়েরি দেখুন আপনারা।”
শনিবার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থসহ অন্য অভিযুক্তদের আলিপুর আদালতে পেশ করে জামিনের আবেদন করেন তাঁদের আইনজীবীরা। এর পাল্টা জামিনের বিরোধিতা করেন পাল্টা সিবিআই-এর আইনজীবী। তিনি বলেন, “একই বিষয় নিয়ে বার বার জামিনের আবেদন করা হচ্ছে। এই আবেদন করা যায় না।” তাতে বিচারক বলেন, “আমি কি জামিনের আবেদন করতে নিষেধ করতে পারি?” উত্তরে সিবিআই-এর আইনজীবী জানান, আদালতের নির্দেশ রয়েছে।
সিবিআই-এর কাছে সেই নির্দেশনামা দেখতে চান বিচারক। সেটি হাতে পেয়ে বলেন, “এখানে কোথাও লেখা নেই যে জামিনের আবেদন করা যাবে না।” এর পরই ক্ষোভ প্রকাশ করেন বিচারক। বলেন, “এরকম কথা বলে সময় নষ্ট করছেন। কীসব অ্যাং-ব্যাঙ-চ্যাং বলেন, এক একটা ভুল বললে তো কেঁদে কুল পাবেন না! জামিনের বিরোধিতায় আপনাদের তরফেও নতুন ভিত্তি থাকতে হবে।” যদিও শেষ পর্যন্ত জামিন হয়নি পার্থবাবুদের।

