ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ সেপ্টেম্বর।। আন্ত: মেট্রিক্স দাবা প্রতিযোগিতা আগামীকাল। কৃষ্ণনগর মেট্রিক্স চেস আকাদেমির অফিসবাড়িতেই হবে আসর। দু-বিভাগে আকাদেমির ৪৫ জন দাবাড়ু অংশ নিয়েছে। আগামীকাল সকাল ৯ টায় আসরের উদ্বোধন করবেন আকাদেমির পেট্রণ প্রবোধ রঞ্জন দত্ত। এবছর আসরে বিষ্ময় বালিকা আর্সিয়া দাস, আরাধ্যা দাস, অনূর্ধ্ব-১১ রাজ্য সেরা দাবাড়ু মেহেকদ্বীপ গোপ, রুদ্রণীল দেবনাথ, রুদ্র মজুমদার, অনুরাগ ভট্টাচার্য, উদয়পুরের পৃথ্বিরাজ সাহা, রাধিকা মজুমদার, তমজিৎ সাহা-র মতো প্রতিভাবান দাবাড়ুরা অংশ নিয়েছে। খেলা পরিচালনা করবেন আন্তর্জাতিক আরবিটর অনুপম ভট্টাচার্য। সকাল ৯ টায় প্রথম রাউন্ডের খেলা শুরু হবে। অংশ নেওয়া দাবাড়ুদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য আকাদেমির কোচ কিরীটী দত্ত অনুরোধ করেছেন।
2023-09-02

