আগরতলা, ৩১ আগস্ট: আজ তপন চক্রবর্তীর ২৪তম শহীদান দিবস।প্রতি বছরের মতো বছরও মেলারমাঠ স্থিত ছাত্র যুব ভবনে দিনটি পালন করেছে ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশন।
সংগঠনের সভাপতি পলাশ ভৌমিক জানিয়েছেন, রাজ্যের যুব আন্দোলনের অগ্রণী নেতা ছিলেন তপন চক্রবর্তী।২০০০ সালের ৩১ আগস্ট শান্তিনগরে সম্প্রীতি সভা সেরে ফেরার পথে সাম্প্রদায়িক দুষ্কৃতীরা হত্যা করেছিল যুবনেতা তপন চক্রবর্তীকে।