সংস্কৃতের সঙ্গে ভারতের একটি বিশেষ সম্পর্ক রয়েছে : প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ৩১ আগস্ট (হি.স.): বিশ্ব সংস্কৃত দিবসের শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী মোদী টুইট (এক্স) করেছেন, “যারা সংস্কৃত সম্পর্কে উৎসাহী ও অনুরাগী, তাঁদের অভিবাদন। সংস্কৃতের সঙ্গে ভারতের বিশেষ সম্পর্ক রয়েছে।” প্রতিবছর ৩১ আগস্ট দিনটি বিশ্ব সংস্কৃত দিবস হিসেবে উদযাপিত হয়।

বিশেষ এই দিনে প্রধানমন্ত্রী মোদী টুইট বার্তায় জানিয়েছেন, “বিশ্ব সংস্কৃত দিবসের শুভেচ্ছা। যারা সংস্কৃত সম্পর্কে উৎসাহী ও অনুরাগী, তাঁদের অভিবাদন। সংস্কৃতের সঙ্গে ভারতের বিশেষ সম্পর্ক রয়েছে। এই মহান ভাষা উদযাপন করতে, আমি আপনাদের সকলকে সংস্কৃতে একটি বাক্য ভাগ করে নেওয়ার জন্য অনুরোধ করছি।” প্রসঙ্গত, প্রাচীন ভারতীয় ভাষার মধ্যে অন্যতম হল সংস্কৃত। এই ভাষার প্রচার ও প্রসারের লক্ষ্যে প্রতিবছর ৩১ আগস্ট দিনটি বিশ্ব সংস্কৃত দিবস হিসেবে উদযাপিত হয়।