BRAKING NEWS

বকো পুলিশের হাতে ধৃত তিন এটিএম ডাকাত, বাজেয়াপ্ত গাড়ি

কামরূপ (অসম), ২৯ আগস্ট (হি.স.) : কামরূপ গ্রামীণ জেলার অন্তর্গত বকো পুলিশের অভিযানে ধরা পড়েছে তিন কুখ্যাত এটিএম ডাকাত। তাদের হেফাজত থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ডাকাতির কাজে ব্যবহত একটি গাড়ি।

বকো থানার অফিসার ইনচার্জ ফণীন্দ্রচন্দ্র নাথ জানান, তাঁর নেতৃত্বে পুলিশের দল এএস ১২ বিসি ৬৩০৯ নম্বরের একটি মাহিন্দ্রা স্করপিও সহ তিন এটিএম ডাকাতকে পাকড়াও করেছে। তারা বকো থানার অন্তর্গত ১৭ নম্বর জাতীয় সড়কের কাছে ধূপগুড়ি গ্রামে একটি পেট্রোল ডিপো থেকে তেল ভরাচ্ছিল। গোপন খবরের ভিত্তিতে ওই পেট্রোল ডিপোয় অভিযান চালিয়ে তাদের ধরা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিশাখাপত্তনমের বন্ডি শংকর (বর্তমানে গুয়াহাটির মালিগাঁও এলাকায় ভাড়া বাড়িতে থাকে), গোয়ালপাড়া জেলার ধুপধারার রুবুল দাস এবং আজরার নেকিবুর রহমান। জিজ্ঞাসাবাদে ধতরা স্বীকার করেছে, এই এলাকায় তারা এটিএম ডাকাতির পরিকল্পনা করছিল।
তিনি জানান, বন্ডি শংকর নাকি বলেছে, সে এই স্করপিওর চালক। গাড়িটি ভারতীয় রেলওয়ে বিভাগের জন্য ব্যবহৃত হয়। তবে রেলওয়ে বা অন্য কোনও বিভাগ থেকে কেউ গাড়ির খোঁজে থানায় আসেননি, যোগ করেন ওসি ফণীন্দ্র নাথ।

ওসি ফণীন্দ্র নাথ বলেন, ‘আমি একটি সূত্র থেকে এই ডাকাতদের সম্পর্কে তথ্য পেয়ে অভিযান চালিয়েছিলাম। আমরা যখন তাদের গাড়ি তালাশি করি তখন বিভিন্ন সন্দেহজনক জিনিস পেয়েছি, যা ডাকাতির কাজে ব্যবহৃত হয়। যেমন গ্যাস কাটার, ওয়েল্ডিং মেশিন, অক্সিজেন সিলিন্ডার, ফেস কভার মাস্ক, কালার স্প্রে এবং মোবাইল ফোনের হ্যান্ড সেট।’
তাদের বিরুদ্ধে ৩৯৬/২৩ নম্বরে আইপিসির ৩৯৯ নম্বর ধারায় বকো থানায় মামলা নথিভুক্ত করা হয়েছে, জানান তিনি। ওসি জানান, এই মামলার তদন্তভার দেওয়া হয়েছে বকো থানার সাব-ইন্সপেক্টর অপূর্ব কলিতাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *