নয়াদিল্লি, ২৯ আগস্ট (হি.স) : কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জাতীয় ক্রীড়া দিবসে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন। মঙ্গলবার খাড়গে এক ট্যুইটবার্তায় সমস্ত প্রতিভাবান ক্রীড়াবিদ এবং ক্রীড়াপ্রেমীদের আন্তরিকভাবে অভিনন্দন জানিয়েছেন।
তিনি লেখেন, খেলাধুলা চরিত্র গঠন করে এবং আমাদের জীবনধারা ও ব্যক্তিত্বকে উন্নত করে। উন্নত জাতি গঠনেও খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে আরও বলেন, আজ মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকী, তাঁকে “হকির জাদুকর” উপাধি দেওয়া হয়েছিল। ক্রীড়া জগতে তাঁর অবিস্মরণীয় অবদানকে সবসময় স্মরণ করা উচিত। উন্নত জাতি গঠনে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।
জাতীয় ক্রীড়া দিবস ২০১২ সালের ২৯ আগস্ট শুরু হয়েছিল। হকির জাদুকর মেজর ধ্যানচাঁদ ১৯০৫ সালের ২৯ আগস্ট উত্তরপ্রদেশের প্রয়াগরাজে জন্মগ্রহণ করেন। প্রতিবছর মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করে জাতীয় ক্রীড়া দিবস পালিত হয়।