আগরতলা, ২৯ আগস্ট : রাজ্যসভার সর্বশেষ অধিবেশনে ত্রিপুরার স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন সাংসদ বিপ্লব কুমার দেব। মঙ্গলবার তিনি এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে এই অধিবেশনের বিষয়ে বিস্তারিত তুলে ধরেছেন। তিনি বলেন,
পার্লামেন্টে মোট ১৭ টা প্রশ্ন তুলেছেন তিনি। তার মধ্যে অন্যতম হল বিদ্যালয়ে পরিবেশ বিষয়টিকে বাধ্যতামূলক করা। ব্রিটিশ আইন এখনো রয়েছে ভারতে। সেই আইনগুলিকে পুনরায় সংশোধন করা ইত্যাদি।
এছাড়াও রাজ্যের উন্নয়ন নিয়েও বিভিন্ন আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি। মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে এক প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, কৈলাশহরে বিমানবন্দর চালু করার জন্য রাজ্য সরকার থেকে ফান্ড চাওয়া হয়েছিল। তবে রাজ্য সরকার এখন এই ফান্ড দিতে পারবেন না বলে তিনি উত্তরে জানিয়েছেন। তবে বিমানবন্দর নির্মাণের জন্য জায়গা রাজ্য সরকার প্রদান করতে পারে বলে জানিয়েছেন সাংসদ বিপ্লব কুমার দেব।
এছাড়াও দীর্ঘদিন ধরে কুমারঘাট- কৈলাশহর- কমলপুর রাস্তার দ্রুত মেরামতের জন্য এনএইচডিসিএল এর এম ডি এর নিকট তিনি চিঠি দিয়েছেন বলে জানিয়েছেন। রাজ্যের উৎপন্ন দেশ বিদেশ বিখ্যাত কুইন আনারসকেও কিভাবে আর বিশ্বের দরবারে এগিয়ে নিয়ে যাওয়া যায়, বা এখন পর্যন্ত কোথায় কোথায় কি কি হয়েছে এই আনারসের উন্নয়নে সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন সাংসদ। অন্যদিকে রাজ্যে অনুষ্ঠিত হতে যাওয়া উপ নির্বাচন নিয়ে বলতে গিয়ে তিনি জানান, তিপ্রা মথা কোনো ফ্যাক্টর নয়। বিজেপি জিতবে উপ নির্বাচনে। তবে রাজ্যের জনজাতিদের জন্য একমাত্র বিজেপি সরকারই কাজ করছে। তাই জনজাতিরা বিজেপির সাথে রয়েছে বলে এদিন আশা প্রকাশ করেছেন সাংসদ বিপ্লব কুমার দেব।