ধর্মঘটের কারণে ফুটবলার অনুপস্থিত ম্যাচ হয়নি, বল লীগ কমিটির টেবিলে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট।। একদিকে রাজনৈতিক দলের ডাকা ধর্মঘটের কারণে ফুটবলারদের যথাসময়ে মাঠে উপস্থিত হতে বাধা, অপরদিকে লীগ রুলসে উল্লেখিত সমস্ত নিয়ম-নীতি। প্রাসঙ্গিক বিষয় হিসেবে অপর দলের খেলোয়ারদের যথাসময়ে মাঠে আসা এবং দায়িত্বপ্রাপ্ত রেফারিদের উপস্থিতি। সবশেষে রেফারি রিপোর্ট। মোটকথা, ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত টেকনো ইন্ডিয়া চন্দ্র মেমোরিয়াল প্রথম ডিভিশন লিগ ফুটবলের ষষ্ঠ ম্যাচটি আজ অনুষ্ঠিত হয়নি। নির্ধারিত সুচি অনুযায়ী আজ, সোমবার খেলা ছিল টাউন ক্লাব বনাম ফ্রেন্ডস ইউনিয়নের মধ্যে। রাজনৈতিক দলের ডাকা ধর্মঘটের কারণে ফ্রেন্ডস ইউনিয়নের খেলোয়াররা মূলত‌: মাঠে আসতে পারিনি। যথাসময়ে ফ্রেন্ডস ইউনিয়নের এর পক্ষ থেকে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের লীগ কমিটির উদ্দেশ্যে লিখিত আকারে ম্যাচটি পরবর্তী সময়ে পুনরায় আয়োজনের আবেদন করা হয়েছে বলে সংবাদ সূত্রে জানানো হয়েছে। তবে লীগ কমিটি এ ধরনের কোন আবেদন পায়নি বলে জানিয়েছে। বল এখন পুরোপুরি লীগ কমিটির টেবিলে। সিদ্ধান্ত কি নেওয়া হয়েছে তা এখনো জানা যায়নি। তবে টিএফএ সূত্রের খবর,  এ ধরনের পরিস্থিতিতে কি হবে তা পুরোপুরি নির্ভর করছে লীগ রুলস এর উপর। লীগ রুলস অনুযায়ী, লীগ কমিটি এ বিষয়ে কি সিদ্ধান্ত নেয় তা এখন দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *