কলকাতা, ২৭ আগস্ট(হি.স.): জাতীয় দলের ফুটবলাররা না ফিরলে কলকাতা লিগে খেলবে না মোহনবাগান। আজ জানিয়ে দিল মোহন কর্তা দেবাশীষ দত্ত।
তবে মোহনবাগানের এই কথা একেবারেই গুরুত্বই দিচ্ছে না আইএফএ। আসলে একদিকে ফুটবলারদের চোট-আঘাত আর ভারতীয় দলের ফুটবলার চলে যাওয়ায় বেশ সমস্যায় পড়ে গেছে মোহনবাগান। এমন অবস্থায় মোহনবাগানের কর্তা দেবাশিস দত্ত বলেছেন, ‘এইসব সমস্যার জন্য মাঠে দল নামাতে খুবই অসুবিধের সম্মুখীন হতে হচ্ছে। আমরা লীগে খেলব কিভাবে? তাই আমরা ঠিক করেছি, ফুটবলররা না ফিরলে আমরা কলকাতা লিগে খেলব না।’
গোটা বিষয়টা এখন বাংলার ফুটবল নিয়মক সংস্থা আইএফএর হাতে।