ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ আগস্ট।।দুদিনব্যাপী রাজ্য অনূর্ধ্ব-১১ দাবা প্রতিযোগিতা শুরু আগামীকাল। এন এস আর সি সি-র দাবা হলঘরে হবে আসর। রাজ্য দাবা সংস্থার উদ্যোগে। বিভিন্ন স্কুলে পরীক্ষা থাকায় এবার তেমন সাড়া দিচ্ছে না দাবাড়ুরা বলে জানা গেছে। তারপরও দুবিভাগে প্রায় ৩০ জন দাবাড়ু অংশ নেওয়ার কথা রয়েছে। আগামীকাল সকাল সাড়ে ৯ টায় শুরু হবে প্রথম রাউন্ডের খেলা। আসর পরিচালনা করবেন আন্তর্জাতিক আরবিটর প্রদীপ কুমার রায়।
2023-08-25