নয়াদিল্লি, ২৫ আগস্ট (হি.স.) : মণিপুর হিংসায় সিবিআই-এর হাতে থাকা সব মামলার শুনানি হবে অসমের আদালতে । শুক্রবার গুয়াহাটি হাই কোর্টের প্রধান বিচারপতিকে এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
মণিপুরের হিংসা সংক্রান্ত যে মামলাগুলির তদন্ত সিবিআইয়ের হাতে রয়েছে সেই মামলাগুলির বিচারের জন্য নিম্ন আদালত বেছে নেওয়া ভার গুয়াহাটি হাই কোর্টের প্রধান বিচারপতিকে দিয়েছে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ। ধৃতদের হেফাজতে নেওয়া, হিংসায় অভিযুক্ত ব্যক্তি এবং সাক্ষীদের শুনানিও গুয়াহাটিতে হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। তবে সব ক্ষেত্রে সশরীরে হাজিরা দিয়ে শুনানির প্রয়োজন নেই। ভারচুয়ালিও শুনানি হতে পারে। সেজন্য মণিপুরের যে যে জায়গায় প্রয়োজন ইন্টারনেট চালু করতে হবে বলেও জানিয়েছে শীর্ষ আদালত।
উল্লেখ্য, মণিপুর হিংসায় পুলিশের ভূমিকা নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করেছিল সুপ্রিম। এর আগের শুনানিতে প্রধান বিচারপতি বলেন, “মনে হচ্ছে মণিপুর পুলিশ সঠিকভাবে তদন্ত করতে অপারগ। অধিকাংশ এফআইআরের ভিত্তিতে তদন্তে হয় অতি সামান্য অগ্রগতি হয়েছে, নয়তো কিছুই হয়নি। এতে প্রশাসন এবং আইনের শাসনের উপর থেকে আস্থা হারাচ্ছেন সাধারণ মানুষ।” হিন্দুস্থান সংবাদ/কাকলি