কলকাতা, ২৪ আগস্ট (হি.স.): বৃষ্টির দুর্যোগ থেকে এখনই রেহাই পাবে না উত্তরবঙ্গ। আগামী ২৬ আগস্ট, শনিবার পর্যন্ত এই দুর্যোগ চলবে উত্তরবঙ্গে। এবার আবহাওয়া বদলেছে দক্ষিণবঙ্গেও, ফিরেছে স্বস্তির আমেজ। বৃহস্পতবার ও শুক্রবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কিছু জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। কলকাতা ও লাগোয়া জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। এদিন সকাল থেকেই মেঘলা ছিল কলকাতা ও সংলগ্ন জেলাগুলি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। শুক্রবার এবং শনিবার ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে।
এদিকে, হাওয়া বদলে যাচ্ছে দক্ষিণবঙ্গেও। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও