শ্রীনগর, ২৪ আগস্ট (হি.স.): জম্মু ও কাশ্মীরে ‘সংঘাত সুবিধাভোগীদের’ দোকান চিরতরে বন্ধ হয়ে গিয়েছে। জোর দিয়ে বললেন জম্মু ও কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা। বৃহস্পতিবার উপ-রাজ্যপাল মনোজ সিনহা বলেছেন, “৩০ বছরের দ্বন্দ্ব কিছু ‘সংঘাত সুবিধাভোগীরা’ তৈরি করেছিল, যারা নিজস্ব কোষাগার পূরণ করেছিল, নিজেদের সন্তানদের বিদেশে পাঠিয়েছিল এবং গরীব বাচ্চাদের রাস্তায় মরতে রেখেছিল।”
বার্ষিক অমরনাথ যাত্রা সম্পর্কে মনোজ সিনহা বলেছেন, এই বছরের অমরনাথ যাত্রা রেকর্ড গেছে, এযাবৎ ৪.৫ লক্ষেরও বেশি তীর্থযাত্রী তীর্থযাত্রা করেছেন। জম্মু ও কাশ্মীরের বদগাম জেলার বিভিন্ন প্রকল্পের ই-উদ্বোধন করার পর শ্রীনগরের রাজভবনে এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় উপ-রাজ্যপাল মনোজ সিনহা আরও বলেছেন, সংঘাত সুবিধাভোগীরা নিজেদের কোষাগার পূরণ করে, নিজেদের সন্তানদের পড়াশোনার জন্য বিদেশে পাঠায় এবং দরিদ্র শিশুদের রাস্তায় মরতে ছেড়ে দেয়। এই দ্বন্দ্ব সুবিধাভোগীদের দোকান ২০১৯ সালের ৫ আগস্ট থেকে চিরতরে বন্ধ করে দেওয়া হয়েছে।”