আগরতলা, ২৪ আগস্ট: রাজ্যে উপনির্বাচনকে কেন্দ্র করে বক্সনগর বিধানসভা কেন্দ্রে প্রচারে রীতিমতো ঝড় তুলছে শাসক দল। আজ বক্সনগর বিধানসভার ২৬ নং বুথে বিজেপি মনোনীত প্রার্থী তফাজ্জল হোসেনের সমর্থনে বাড়ি বাড়ি জন সম্পর্ক অভিযানে অংশগ্রহণ করছেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্য।
এদিন রাজীব ভট্টাচার্য্য সাংবাদিকের মুখোমুখি হয়ে বলেন,এই এলাকা থেকে মানুষ দুহাত তুলে আশীর্বাদ দিচ্ছেন।কারণ,সাধারণ মানুষ বুঝতে পেরেছেন সিপিএমের কুশাসন থেকে একমাত্র বিজেপি সরকার তাদেরকে বাঁচাতে পারবে।পাশাপাশি, জনগণ এটাও বুঝতে পেরেছেন এ রাজ্যে বিজেপি সরকার ছাড়া তাদের উন্নয়ন সম্ভব নয়।এদিন তিনি দৃঢ় প্রত্যয়ের সুরে বলেন, জনগণ প্রস্তুত আগামী ৫ আগস্ট ভোট বাক্সে ভোটাধিকার প্রয়োগ করে বিজেপি সরকারকে বিপুল ভোটে জয়ী করতে।