ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট।।খেলো ইন্ডিয়া মহিলা পেনচাক সিলাট লীগ ২৭ আগস্ট। ওইদিন সকাল ১০ টায় এন এস আর সি সি-র ইনডোর বক্সিং হল হবে খেলো ইন্ডিয়া ওমেন্স লীগ। এবারই প্রথম হতে যাচ্ছে ওই আসর। এই প্রতিযোগিতায় ত্রিপুরা রাজ্যের সব জেলার যে কোন বয়সের মেয়েরা অংশগ্রহণ করতে পারবে। অংশগ্রহণ করার জন্য ত্রিপুরা পেনচাক সিলাট অ্যাসোসিয়েশন এর সচিব উত্তম আচারিয়া সাথে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। আসরে অংশ নিতে রেজিস্ট্রেশন এর শেষ দিন ২৬ আগস্ট বিকেল পাঁচটা।
2023-08-23