অনূর্ধ্ব ২৩ বাছাইকৃত ৪২ জনকে নিয়ে ট্রায়াল ক্যাম্প শুরু ২৭শে


ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট।। সিনিয়র ক্রিকেটারদের ট্রায়াল ক্যাম্প চলছে। এদিকে, অনূর্ধ্ব ২৩ পুরুষ ক্রিকেটারদের থেকে বাছাইকৃত ৪২ জনকে নিয়ে ট্রায়াল ক্যাম্প শুরু হচ্ছে ২৭ আগস্ট থেকে।
ট্রায়াল ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটাররা হলেন: শ্রীদাম পাল, সেন্টু সরকার, কিষান মুরাসিং, ঋতুরাজ দেবনাথ, সরাব সাহানি, সাহিল সুলতান, সন্দীপ সরকার, ইন্দ্রজিৎ দেবনাথ, কাজল সূত্রধর, অমিত আলী, পারভেজ সুলতান, আনন্দ ভৌমিক, চন্দন রায়, দীপ্তনু চক্রবর্তী, দ্বীপজয় দেব, রাজদ্বীপ দত্ত, তন্ময় দাস, তন্ময় ঘোষ, সৌরভ দাস, রিয়াজ উদ্দিন, বিজয় বিশ্বাস, অরিন্দম বর্মন, অভিজিৎ দেববর্মা, প্রলয় দাস, দুর্লভ রায়, দেবরাজ দে, শুভম সূত্রধর, নবারুণ চক্রবর্তী, রীব্রজিৎ দাস, আব্দুল কালাম, অর্কজিৎ দাস, আরমান হোসেন, অনিক পাল, শ্রাবণ গোস্বামী, করণ দে, শ্যামল বিশ্বাস, দীপেন বিশ্বাস, রোহিত ঘোষ, ঋতুরাজ ঘোষ রায়, শচীন শর্মা, সাহেল দেববর্মা, সৌরভ কর। সাপোর্ট পার্সোনেল হলেন: চীফ কোচ রশ্মিরঞ্জন পরিদা, কোচ লিয়াকত আলি খান, বিশ্বজিৎ পাল, রাসুদেব দত্ত, ফিজিও সোহাগ চন্দ্র সাহা, রাজেন চৌধুরী, ট্রেনার রাকেশ প্যাটেল, অচিন্ত্য চক্রবর্তী। বাছাইকৃত সকলকে ২৭ আগস্ট বিকেল চারটায় এমবিবি স্টেডিয়ামে রিপোর্ট করতে টিসিএ-র সেক্রেটারি ইনচার্জ জয়ন্ত দে এক প্রেস বিবৃতিতে আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, বাছাইকৃত যে সকল ক্রিকেটার সিনিয়র গ্রুপে ট্রায়াল ক্যাম্পে রয়েছেন, তাঁরা অবশ্যই ওই ট্রায়াল ক্যাম্প শেষে অনূর্ধ্ব ২৩ ট্রায়াল ক্যাম্পে যোগদান করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *