মিজোরামে নিহত বাংলার শ্রমিকদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী

কলকাতা, ২৩ আগস্ট (হি. স.) : মিজোরামের দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বাড়ছে। বুধবার বিকালে নবান্ন থেকে জানানো হয়, ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

মুখ্যমন্ত্রীর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, “আজ মিজোরামে একটি নির্মীয়মাণ রেলওয়ে সেতু ভেঙে পড়ার কারণে আপাতত প্রাপ্ত তথ্য অনুযায়ী মালদা জেলার ২৪ জন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

মুখ্যমন্ত্রীর নির্দেশে জরুরি ভিত্তিতে রাজ্যের মুখ্যসচিব মিজোরাম প্রশাসনের সঙ্গে উদ্ধারকাজ এবং সকলরকম সাহায্যের সমন্বয় করছেন। এছাড়া মালদা জেলা প্রশাসনকে শোকাহত পরিবারগুলিকে সমস্ত রকমের সাহায্য ও সহযোগিতা করতে নির্দেশ দেওয়া হয়েছে।

দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের দেহ যত শীঘ্র সম্ভব তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়ার সব রকম প্রচেষ্টা রাজ্য সরকার মিজোরাম প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে করে চলেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের নিকটাত্মীয়দের যত দ্রুত সম্ভব যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থাও করা হচ্ছে। নিহতদের পরিবারের প্রতি মাননীয়া মুখ্যমন্ত্রী গভীর শোক প্রকাশ করে তাঁর সমবেদনা জানিয়েছেন।

প্রসঙ্গত, সাম্প্রতিককালে একাধিক রেল দুর্ঘটনা বিষয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। সবক্ষেত্রেই পশ্চিমবঙ্গ সরকার তার সীমিত সামর্থ্যের মধ্যে ক্ষতিগ্রস্তদের পাশে থাকছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *