ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট।।ঘরোয়া ক্রিকেটের টোকেন বিলি এবং দলবদল পর্ব শুরু ৫ সেপ্টেম্বর থেকে। চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। যে সকল ক্রিকেটার আসন্ন ঘরোয়া মরশুমে নিজ ক্লাব ছেড়ে অন্য ক্লাবে খেলতে ইচ্ছুক তারাই অংশ নিতে পারবে দলবদলে। ওই সময় চলবে টোকেন বিলি। ৫০ টাকা দিয়ে ওই টোকেন নিতে হবে ক্রিকেটারদের। এবং ২০ সেপ্টেম্বরের মধ্যেই টোকেন জমা দিতে হবে। এছাড়া ত্রিপুরার হয়ে যে সকল ক্রিকেটার ওই সময় ভিনরাজ্যে খেলতে যাবে তাদের রাজ্যে ফেরার ৫ দিনের মধ্যেই টোকেন জমা দিতে হবে। রাজ্য ক্রিকেট সংস্থার ভারপ্রাপ্ত সচিব জয়ন্ত দে এখবর জানিয়েছেন।
2023-08-23