ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট।। দুদিনব্যাপী রাজ্য উন্মুক্ত ভেটারেন্স টেবিল টেনিস প্রতিযোগিতা শুরু ৯ সেপ্টেম্বর। এন এস আর সি সি-র টেবিল টেনিস হলঘরে হবে আসর। ৪০,৫০ এবং ৬০ উর্ধ্ব- ওই ৩ বিভাগে হবে আসর। সিঙ্গেলস, ডাবলস বিভাগে হবে আসর। অছাড়া ৪০ উর্ধ বিভাগে হবে মিক্সড ডাসবসের খেলাও। আসরে অংশ নিতে ইচ্ছুকদের ২০০ টাকা এন্ট্রি ফি সহ ৩১ আগস্টের মধ্যে এন্ট্রি জমা দিতে বলা হয়েছে। এন্ট্রি জমা দিতে হবে আশিষ চৌধুরি (৯৪৩৬৪৮৪৫৬২) বা জয়ন্ত মজুমদারের (৭০০৫৪২৭৪০২) কাছে। পশ্চিম জেলা টেবিল টেনিস সংস্থার সচিব শ্যামলী বনিক এক বিবৃতিতে এখবর জানিয়েছেন।
2023-08-23