লখনউ, ২৩ আগস্ট (হি.স) : লোকভবনে পুলিশের প্রতিভাবান ক্রীড়াবিদদের বিশেষ নিয়োগের শংসাপত্র প্রদানের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় বুধবার। এই অনুষ্ঠানে ২৩৩ জন প্রতিভাবান ক্রীড়াবিদকে বিশেষ নিয়োগের শংসাপত্র দেওয়া হয়। অনুষ্ঠানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, আজকের অনুষ্ঠানটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে দক্ষ ক্রীড়াবিদরাও রাজ্যের অংশ হয়ে উঠছেন। যে খেলোয়াড় দেশের হয়ে খেলে, তাদের জন্য চিন্তা করা আমাদের কর্তব্য।
মুখ্যমন্ত্রী আরও বলেন, এর আগেও আমরা দেশের সব খেলোয়াড়কে সম্মানিত করেছি। রাজ্য সরকার তাদের নগদ অর্থও প্রদান করেছে। আমরা বিশ্বাস করি একজন খেলোয়াড় দেশের জন্য খেলে। বুধবার ২৩৩ জনকে নিয়োগপত্র প্রদান করা হয়। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আরও বলেন, আগে প্রতিটি নিয়োগের বিষয়ে প্রশ্ন তোলা হয়েছিল, তবে গত ছয় বছরে এক লক্ষ ৫৪ হাজারেরও বেশি পুলিশ নিয়োগ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে। রাজ্যে এক লক্ষেরও বেশি পুলিশ কর্মীকে পদোন্নতি দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, তবে এর মধ্যে ভাল খেলোয়াড়দেরও সুযোগ দেওয়া হয়।
মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় এখানে গ্রাম থেকে শহরে প্রতিযোগীতাকে উৎসাহিত করা হচ্ছে। এতে দেখা যাচ্ছে তরুণদের মধ্যে একটা সৃজনশীলতা আসছে। যুবশক্তি সৃজনশীল হলে জাতির অগ্রগতি হয়। খেলোয়াড়রা সৃজনশীলতার প্রতীক। তিনি পুলিশদের উদ্দেশে বলেন, তোমরা সবাই তোমাদের অনুশীলন বন্ধ করো না। উত্তর প্রদেশের পুলিশ ফোর্সের জন্য তোমাদের কাজ করতে হবে। আজ সর্বত্র মানুষ উত্তর প্রদেশ পুলিশকে স্মরণ করে। আজ অন্য জায়গার লোকজনও বলে উত্তরপ্রদেশের পুলিশ থাকলে এই ঘটনা ঘটত না।