আগরতলা , ২৩ আগস্ট : ১৩ দফা দাবি আদায়ের লক্ষে অসম – আগরতলা ৮ নং জাতীয় সড়ক অবরোধ করেন বাস জীপ চালক সংঘের শ্রমিকরা।অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে।
দাবিগুলি হল, ১৫ কিলোমিটারের অধিক অটো ও রিকশা পারমিট বন্ধ করা, কমলপুর থেকে কোন ধরনের ই রিকশা পারমিট ছাড়া যাত্রী বহন না করা , করোনা মহামারী চলাকালীন সময় থেকে এখন পর্যন্ত ফিটনেস ও জরিমানা এককালীন মুকুব করা হোক ।ঘটনার খবর পেয়ে ছুটে আসে ডিসিএম ও আমবাসা থানার পুলিশ এবং অবরোধকারীদের সাথে কথা বার্তা বলেন। ডিজিএম আশ্বাস দিয়েছেন এ বিষয় নিয়ে আগামী ২৫ আগস্ট জেলাশাসকের সাথে বৈঠকে মিলিত হবেন। ওই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ মুক্ত করেন চালকরা।