রায়পুর, ২১ আগস্ট (হি.স) : ছত্তিশগড়ের রায়পুর ও ভিলাইয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) অভিযান চালায়। ইডি-র দল আজ, সোমবার সকালে ছত্তিশগড়ের রাজধানী রায়পুরের দুটি স্থানে এবং ভিলাইয়ের একটি স্থানে অভিযান চালায়। তিনটি জায়গায়ই ইডির অভিযান চলছে।
পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, ইডির দল রায়পুরের অশোক রত্নতে অভিযুক্ত হাওয়ালা ব্যবসায়ী দাম্মানীর বাসভবনে যায়। সেখানে ইডির দল অভিযান চালায়।
অন্যদিকে, আইনজীবী পীযূষ ভাটিয়ার বাড়িতেও অভিযান চালায় ইডির দল। ভিলাইয়ের ফরিদ নগরে পরিবহণকারী মহম্মদ সাদ্দামের বাড়িতেও হানা দেয় ইডি। মহাদেব অ্যাপ বেটিংয়ে তার নাম উঠে এসেছিল।