ভূমি ধসে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল দশা

আগরতলা, ২১ আগস্ট।। ভূমি ধসে অঙ্গনওয়াড়ি কেন্দ্র মাটির নীচে চাপা পরে যাচ্ছে। হেলদোল নেই সি ডি পি ও -র বলে অভিযোগ। অঙ্গনওয়াড়ি কর্মীর মানবিকতায় ভাড়া বাড়িতে চলছে পড়াশুনা। এমনই চিত্র লক্ষ্য করা গেছে বিলোনিয়া মহকুমার ঋষ্যমুখ ব্লকের মনিরামবাড়ি এডিসি ভিলেজের মেঘরাম বাড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে।
অঙ্গনওয়াড়ি কেন্দ্রটিতে ২৭ জন শিশু পড়াশুনা করে। জানা যায়, গত ৭ আগষ্ট প্রবল বর্ষনের ফলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পেছনের সুবিশাল টিলা ধসে পড়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রটির পেছনের দেওয়াল ভেঙ্গে ঘরের উপর পড়ে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী সহ আসবাব পত্র সবই ধসে পরা মাটির নীচে চাপা পরে গেছে। বিষয়টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী ঋষ্যমুখ সিডিপিওকে জানান। এছাড়া স্থানীয় পঞ্চায়েতেও বিষয়টি জানানো হয়েছে বলে খবর। কিন্তু ১৫ দিন অতিক্রান্ত হলেও মেঘরাম বাড়ী অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ধসে পড়া মাটি সরিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষা সামগ্রী বা আসবাবপত্র সহ জরুরি কাগজ উদ্ধারের কোন উদ্যোগ গ্রহন করেনি প্রশাসন। অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি যাতে বন্ধ না হয় তার জন্য দায়িত্বে থাকা কর্মী মথু প্রিয়া ত্রিপুরা নিজের বেতনের অর্থে একটি বাড়ী ভাড়া করে সেই বাড়ীতেই পাঠ দিয়ে চলেছেন। এলাকাবাসির দাবি দ্রুত অঙ্গনওয়াড়ি সেন্টারটি রক্ষা করার ব্যবস্থা করার জন্য। এদিকে স্থানীয় প্রশাসনের ভূমিকায় এক রাশ ক্ষোভ উগরে দিয়েছেন এলাকার জনগন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *