আগরতলা ,২১ আগস্ট : আজ তেলিয়ামুড়া থেকে খাদ্য দপ্তরের একটি বিশেষ দল কল্যাণপুরের মোট ২৭ টি সরকারী ন্যায্য মূল্যের দোকানে অভিযানেচালিয়েছে। অভিযানে একটি সরকারী ন্যায্য মূল্যের দোকানে ব্যাপক অনিয়ম দেখে সিল করে দেয় দপ্তরের অধিকারীরা।
ফুড কন্ট্রোলার শুভঙ্কর চৌধুরী জানান ,উত্তর ঘিলাতলী ১ নম্বর ন্যায্য মূল্যের দোকানের চালের স্টকে ব্যাপক অনিয়ম লক্ষ্য করা গিয়েছে। ওই ন্যায্য মূল্যের দোকানের নিয়ম বহির্ভুত ঘাটতি পাওয়া যায়।তাই আপাতত ওই ন্যায্য মূল্যের দোকানকে সিল করে দেওয়া হলেও পরবর্তী সময়ে তদন্ত ক্রমে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো জানান ,গণবন্টন ব্যবস্থায় অনিয়ম কিছুতেই বরদাস্ত করা হবে না। আগামীদিনে খাদ্য দপ্তরের অভিযান জারি থাকবে বলে জানান তিনি।