রাঁচিতে জাতীয় কিক বক্সিং রওয়ানা হলো ত্রিপুরা দল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ আগস্ট।।ঝাড়খণ্ডের রাঁচি শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সাবজুনিয়র, জুনিয়র এবং সিনিয়র কিক বক্সিং প্রতিযোগিতা। ২৩-‌২৭ আগস্ট হবে আসর। আসরে জাতীয় কিকবক্সিং চ্যাম্পিয়নশিপে ত্রিপুরা কিক বক্সিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে 

 ত্রিপুরা রাজ্য থেকে ১৮  সাদাস্যক কিক বক্সিং টিম অংশ নিতে রওয়ানা হয়েছে। অংশগ্রহণকারী খেলোয়াড়রা হল :-

রাজরুদ্রাক্সী চৌধুরি,পরিধি সূত্রধর, প্রীয়াংশী সোম,শুধরীতা দেব, সঞ্চালী রায়, আয়েশা নম:‌, প্রণামিকা রায়, শিবাঙ্গী চক্রবর্তী, ওতাক্সি সরকার, রূপাঞ্জলী দত্ত, ময়ুখ বিশ্বাস, কিষান নম:‌, সিদ্ধেষ দেব, অয়ন ভৌমিক, রাজ সূত্রধর, প্রণয় পাল, চমন সিং গৌর,কোচ কাম ম্যানেজার:‌ কৃষ্ণ দে। রবিবার সকালে রেলপথে কিকবক্সিং টিম  আগরতলা থেকে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে  রওনা হয়েছে। ত্রিপুরা কিকবক্সিং অ্যাসোসিয়েশন -এর তরফ থেকে অংশগ্রহণকারী সকল সদস্যদের প্রতি শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন চিফ কোঅর্ডিনেটর অ্যান্ড কনভেনার 

টিম সিলেকশন কমিটি  শুভজিৎ সরকার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *